অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারণা ও জালিতাতির মাধ্যমে লক্ষাধিক গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাতের মামলায় পিরোজপুরের এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে ফের বারাগারে পাঠানো হয়েছে।
সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাদের পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ নির্দেশ দেন।
এদিকে এহসান গ্রুপের বিরুদ্ধে পাঁচটি মামলার তদন্তের ভার সিআইডি ও পিবিআইকে দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার এসআই কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় এহসান গুপের মালিক রাগীব আহসান ও তার ভাইদের আদালতের নির্দেশে সাত দিনের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি জানান, রিমান্ডে এনে আসামিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন জানান, রাগীব ও তার তিন ভাইকে আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিন আবেদন করেছিলেন। আদালত তা নামঞ্জুর করেছেন।
পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে রাগীব আহসান এহসান গ্রুপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৪৫ থেকে ১৫০ কোটি টাকা নেওয়ার কথা জানিয়েছে।
তিনি আরও আজান, পিরোজপুর সদর থানায় এহসান গ্রুপের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিআইডি ও পিপিবআইতে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে চারটি মামলা সিআইডিকে ও একটি মামলা পিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে।
সুত্রঃ সমকাল