নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৩ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউ কে এর নব নির্বাচ্ত কমিটির কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব আরমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন সংগঠনের সহ সভাপতি জনাব কাইয়ূম মিয়া।
সভার শুরুতেই সূচনা বক্তব্যে সংগঠনের সভাপতি সবাইকে ধন্যবাদ জানান এবং বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ট্রেজারর সহ কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এবং তাঁরই ধারাবাহিকতায় বর্তমান কমটির কার্যক্রম কে ভাতৃত্ববোধের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন।
সভায় সর্বসম্মতি ক্রমে আগামী ১১ অক্টোবর ২০২১, সোমবার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান এবং বৃটেনের রাণী কর্তিক সমাজ সেবামূলক কাজের জন্য সদ্য খেতাব প্রাপ্ত সুনামগঞ্জ এর তিন কৃতি সন্তান যথাক্রমে জনাব দবিরুল ইসলাম চৌধুরী OBE, জনাব জিল্লুর হুসাইন MBE এবং আলহাজ সাজ্জাদ মিয়া MBE কে সংবর্ধনা প্রদানের প্রস্তাব গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্পিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সর্বজনাব:-
সংগঠনের ট্রেজারার জনাব শফিক আহমদ, সিনিয়র সহ সভাপতি জনাব শাহ সানাউর হুসেন, সহ সভাপতিবৃন্দ জনাব আব্দুল শহীদ, জনাব ইন্জিনিয়ার হাবিবুর রহমান, জনাব ফারুক আহমেদ, জনাব কাইয়ূম মিয়া, জনাব শেখ ফারুক আহমেদ, জনাব মজির উদ্দিন, জনাব আনছার আহমেদ, জনাব ফারুক মিয়া, জনাব বদরুল চৌধুরী, জনাব শিশু মিয়া, জনাব শাহ শামীম আহমেদ, বদর উদ্দিন।
আরো বক্তব্য পেষ করেন যুগ্ন সম্পাদকবৃন্দ জনাব মাসুক সর্দার, জনাব আনোয়ার কামাল দুলাল, জনাব আনসার আহমেদ, জনাব জয়নাল আবেদিন, জনাব নোমান আহমদ, আতাউর রহমান আনছার, আছাব উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, রাজু মিয়া।
আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবদুল করিম খয়ের, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাংকৃতিক সম্পাদক দিলওয়ার হুসেন হিরা, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব আতাউর রহমান, ফারুক মিয়া, আজাদ আলী , শহীদ উদ্দীন, চুন্নু মিয়া, আতিকুর রহমান, মির্জা পারভেজ আহমেদ, খছরু মিয়া প্রমুখ।