মুসলমানদের অনন্যবৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম জাতীকে শুভেচ্ছা জানিয়েছেন; দৈনিক জনতার কন্ঠ পত্রিকা ও দিরাই৭১ টিভি চ্যানেলের সম্মানিত উপদেষ্টা এবং অবলম্বন সংস্থার নির্বাহী পরিচালক, জনাব মোঃ শহীদুল্লাহ।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোঃ শহীদুল্লাহ তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে মনুষ্যত্ববোধ, ধৈর্যশীলতা, সহনশীলতা, পারস্পরিক সম্ভ্রমবোধ, সৌজন্যবোধ, সহমর্মিতা, আত্মসংযম, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা বৈষম্যহীন সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
ইসলাম শুধু অনুষ্ঠানসর্বস্ব ধর্ম নয়, এর মূল বাণীই হচ্ছে মানবতার উৎকর্ষ সাধন। আল্লাহ ও রাসুলের আনুগত্য পোষণ ও জনকল্যাণে নিজেকে আত্মনিয়োগ করা।
আসুন আমরা অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াই। ঈদের আনন্দ ভাগ করে নেই সকলে মিলে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হউক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন।